Wellcome to National Portal
ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জুলাই ২০২৫

মানদন্ড নির্ধারণী বিভাগের বিভাগীয় প্রধানের সংক্ষিপ্ত জীবনী

 

জনাব নাবিল জসিম আহমেদ বর্তমানে ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি মানদণ্ড নির্ধারণী বিভাগ এবং নিরীক্ষা চর্চা পুনরীক্ষণ বিভাগের অতিরিক্ত দায়িত্বেও নিয়োজিত আছেন।

এই পদে তিনি বাংলাদেশের আর্থিক প্রতিবেদন ও নিরীক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার দায়িত্বের মধ্যে রয়েছে ঝুঁকিভিত্তিক পরিদর্শনের তদারকি, জবাবদিহিতা ও আস্থা নিশ্চিতকরণ, এফআরসি বোর্ডকে পরামর্শ প্রদান এবং আন্তর্জাতিক ফোরামগুলোতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা।

জনাব আহমেদ বাংলাদেশ, যুক্তরাষ্ট্র এবং কানাডায় আর্থিক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি খাতে ২৫ বছরের অধিক সময় ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি ISO 9000 সার্টিফায়েড লিড অডিটর এবং উত্তর আমেরিকায় একজন স্বীকৃত আর্থিক নিয়ন্ত্রক।

এফআরসি-তে যোগদানের পূর্বে তিনি এরিকসন, নকিয়া, আলকাটেল এবং ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল গ্রুপসহ বেশ কিছু আন্তর্জাতিক কোম্পানিতে উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। এসব প্রতিষ্ঠানে তিনি উত্তর আমেরিকায় আর্থিক সেবার মানোন্নয়ন, যোগাযোগ প্রতিষ্ঠা ও ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তিনি ওয়েবস্টার ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্স ও মার্কেটিংয়ে এমবিএ, ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটি থেকে টেলিকমিউনিকেশন ম্যানেজমেন্টে মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে বিবিএ করেছেন।

জনাব নাবিল জসিম আহমেদ নেতৃত্ব ও কাজের দক্ষতার জন্য অনেকবার পুরস্কৃত হয়েছেন। এর মধ্যে ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল গ্রুপ, এরিকসন এবং আলকাটেল-লুসেন্ট থেকে পাওয়া সম্মাননাও রয়েছে। তিনি IEEE, রোটারি ক্লাব (যুক্তরাষ্ট্র ও কানাডা), আইবিএ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এবং ইন্টারন্যাশনাল ফারাক্কা কমিটির মতো পেশাগত ও সামাজিক সংগঠনে সক্রিয়ভাবে যুক্ত আছেন।